Skip to main content

Pre-Modifier সম্পর্কে জানুন


Modifier শিখবো এবার সহজেঃ
Abdullah Al Noman
ন.
Modifier কী?
কোন শব্দ/বাক্যাংশ অন্য কোন শব্দ/
বাক্যাংশের আগে বা পরে বসে তাকে বিশেষিত করলে বা পরিবর্তন, রূপান্তর করলে তাকে Modifier বলে।
Modifier কারা?
Modifier হলো Adjective, Compound Adjective, Adverb, Definite article, Possessives words ও Noun সহ আরো অনেকে।
Modifier কত প্রকার?
Modifier ২ প্রকার:
(i) Pre-modifier
(ii) Post-modifier
নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এদের একজন Noun/Pronoun এর আগে, অপরজন Noun/Pronoun এর পরে বসে তাদের মডিফাই করে। আজকে আমি শুধু Pre-modifier নিয়ে আলোচনা করবো।
১। Adjective: সবসময় মনে রাখবেন, Adjective Noun, Pronoun কে মডিফাই করে । উদাহরণ লক্ষ্য করি-
(a) It’s such a beautiful day
(b) She is a talented photographer
বাক্য দুটিতে Day এবং Photographer হলো বাক্য দু’টির Noun। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, শব্দ দুটির আগে বসা Adjective “Beautiful” এবং “Talented” হলো আমাদের Pre-Modifier মহাশয়।
২। Adverb: মনে রাখবেন, Adverb Noun, Pronoun এর কাজকে মডিফাই করে।
(a) We finally decided to stay where we were.
(b) At their age, they are still playing tennis.
উপরের বাক্য দুটিতে Finally ও Still হচ্ছে আমাদের Adverb যা Noun এর কাজকে মডিফাই করে।
৩। Participle as Pre-modifier: মনে রাখবেন, Participle সর্বদা Adjective কিংবা Adverb এর কাজ করে থাকে। Participle তিন প্রকার যা Pre-modifier হিসেবে কাজ করে।
(i) Present Participle: এটি verb এর base form এর সাথে ing যুক্ত হয়ে গঠিত হয়।
একটি প্রবাদ আপনারা প্রায়ই শুনে থাকেন-
(a) Barking dog seldom bites. (এর অর্থ: অধিক আড়ম্বরে কাজ হয় না।)
(b) He saw a running train.
বাক্য দুটিতে Dog, Train হলো Noun আর Barking (Bark+ing), Running (Run+ing) হলো আমাদের Pre-Modifier। যা Present Participle Form এ রয়েছে।
(ii) Past Participle: এটি verb এর past participle form দিয়ে গঠিত হয়। এই past participle টি noun এর পূর্বে বসে adjective এর কাজ করে। যেমন-
(a) A broken chair
(b) I have bought some rotten fishes
এখানে Chair, Fishes হলো Noun আর Broken, Rotten হচ্ছে Pre-Modifier। যা Past Participle Form এ রয়েছে।
(iii) Perfect Participle: এটি having + verb এর Past participle form + অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। এটি কোন Clause এর পূর্বে বসে উক্ত Clause-টিকে Modify করে অর্থাৎ এটি Adverb-এর কাজ করে। একটু জটিল মনে হচ্ছে? উদাহরণের দিকে তাকালেই বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যবে!
(a) Having defeated the soldiers, the Captain sent them to prison.
(b) Having taken her meal, Nowshin went to college.
৪। Specific Determiners: কিছু শব্দ রয়েছে যা Noun এর আগে বসে নির্দিষ্টতা প্রকাশ করে। যেমন:
(i) Definite article: The
(a) Can you pass me the book please? (একটি নির্দিষ্ট বইয়ের কথা বলা হচ্ছে)
(b) The boy was sick. (একটি নির্দিষ্ট বালকের কথা বলা হচ্ছে)
(ii) Possessives: My, Your, His, Her, Its, Our, Their, Whose
(a) The fault in our stars
(b) My friends are nice human being
(iii) Demonstratives: This, That, These, Those
(a) “Taxi! Follow that car!”
(b) Grandpa: “Boy, those were great old days.”
(iv) Interrogatives: Which
Which is your favourite colour?
Which places in Bangladesh have you visited?
(v) The general determiners are: A, An, Any, another, other
(a) It’s very easy. Any child can do it
(b) Would you like another glass of water?
৫। Quantifier as Pre-modifier: Quantifier হলো Noun এর পরিমান (Quantity) নির্দেশক শব্দ।
Singular, non-countable noun quantifier: much, little, a little, a great/little amount of, a lot of, a lot, more, less, some, adequate, enough ইত্যাদি।
Plural, countable noun quantifier: many, some, few, a great/good number of, a lot of, a lot, three, ten, more, less, several, adequate, enough ইত্যাদি।
চলুন উদাহরণ দেখে নেয়া যাক!
(a) She bought ten books from the book fair.
(b) I don’t spend much money unnecessarily.
(c) One night, I saw a strange dream.
(d) Bill Gates has a lot of money.
ধরে ফেলেছেন, তাই না? Ten, Much, One, A lot of শব্দগুলোই আমাদের Pre-Modifier।
৬। Noun as Pre-modifier: অনেক ক্ষেত্রে noun-ই noun-কে modify করে।
যখন দুটি noun পাশাপাশি বসে, তখন প্রথম noun-টি দ্বিতীয় noun-টিকে modify করে। ফলে, এক্ষেত্রে প্রথম noun-টি noun হয়েও adjective-এর মতো কাজ করে। যেমন:
(a) I lost my money bag
(b) We went to a book fair
এখানে Money, bag, book, fair হচ্ছে noun. কিন্তু উভয় বাক্যে money এবং book শব্দ দুটি adjective রুপে বসে modifier হিসেবে কাজ করছে।
৭। Compound Adjective: Compound Adjective বলতে দুই বা ততোধিক Adjectives যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করা বুঝায়।
(a) Our leader is a hard-working man.
(b) The fair attracted a record-breaking 10,678 visitors.
এখানে hard-working আর record-breaking Adjective দুটো Man ও Visitors Noun কে Modify করে।

Comments

Post a Comment

Popular posts from this blog

Post- Modifier সম্পর্কে জানুন

বন্ধুরা, আজ Modifiers-এর শ্রেণিবিন্যাসকৃত বিভিন্ন ধরনের post-modifier-এর ব্যবহার শিখবো। N . # Post_modifier : যে modifier সাধারণত কোন noun বা noun phrase-এর পরে বসে তাকে post-modifier বলে। যেমনঃ Noman has bought a book written by Nazrul. এখানে written by Nazrul এই past participle phrase-টি book-কে modify করেছে; ফলে written by Nazrul হলো post-modifier. ----- বিভিন্ন ধরনের Post-modifiers: নিম্নে বিভিন্ন ধরনের post-modifier-এর উদাহরণসহ ব্যবহার দেখানো হলোঃ . 1. Adjective / Adjective Phrase as Post-modifier: এক্ষেত্রে noun বা noun phrase-এর পরে একটি adjective / adjective phrase বসে উক্ত noun-কে modify করে। যেমন- (a) We made the room decorative. (b) He did not find anything wrong in her behaviour. (c) All the students present in the class protested the proposal. . 2. Appositive as Post-modifier: যখন দুটি noun বা noun phrase পাশাপাশি বসে একই ব্যক্তি, বস্তু বা প্রাণিকে বুঝায় তখন দ্বিতীয় noun/noun phrase-টিকে প্রথম noun/noun phrase-টির appositive বা case in apposition বলা হয়। উল...

Causative Sentence

নিচের উদাহরন গুলা খেয়াল করেন। আমি খাই - I eat; আমি খাওয়াই - I feed আমি দেখি - I see; আমি দেখাই - I show এখন দেখেন, আমি করি - I do; আমি করাই - ??? ইংলিশে এই বাক্যটার সরাসরি কোন ট্রান্সলেশন পাইবেন না আপনি। কারন "করাই" - এই ক্রিয়াটার কোন ইংলিশ তৈরী হয় নাই। নেটিভ ইংলিশ ম্যানরা কি বলে তাইলে? ইংলিশে এই ধরনের বাক্যরে বলে causative sentence। causative verb এর মাধ্যমে এই ধরনের বাক্য গঠন করতে হয়। তো causative verb আছে অনেকগুলা। তবে মোটামুটি চারটা verb হইল বহুল প্রচলিত। -- make -- have -- get -- let বাক্য গঠনের structure টা দেখেন - যে করায় + sense অনুযায়ী causative verb + যে করে + যা করে অর্থাৎ এইখানে একটা verb বসব এবং এই verb টা সবসময় base form এ বসব। এইটাতে কোন ভুল করা যাইবনা। . এখন তাইলে "আমি করাই" - এর ইংলিশ করি। এইখানে একটা ব্যপার লক্ষ্য করেন। আমি করাই - মানে আমি কাওরে দিয়ে করাই। তাই না? যেমন, আমি তারে দিয়ে করাই - I make him do আপনি make এর জায়গায় have, get, let ও লিখতে পারেন। কোন ভুল নাই। কিন্তু কিছু ব্যপার তো অবশ্যই আছে। নইলে শুধু make ই থাক...